পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এই সপ্তাহে। সূত্র ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কোম্পানিগুলোর মধ্যে আজ (১৯ ডিসেম্বর) এজিএম করবে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো সিনথেটিকস, জেনারেশন নেক্সট ফ্যাশনস, ইফাদ অটোস, ইনভেস্টর কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি), রেনেটা, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং শাইনপুকুর সিরামিক।
২০/১১/২০২০ ডিসেম্বর এজিএম করবে বাংলাদেশ অটোকার্স, দুলামিয়া কটন, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড,শাশা ডেনিমস, ইউনাইটেড পাওয়ার এবং ভিএফএস থ্রেড ডাইং।
২১/১১/২০২০ ডিসেম্বর এজিএম করবে জিপিএইচ ইস্পাত, কোহিনু কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, রানার অটোমোবাইলস এবং ট্রাস্ট ব্যাংক।
২২/১১/২০২০ ডিসেম্বর এজিএম করবে আরামিট সিমেন্ট, আরামিট, এসোসিয়েটেড অক্সিজেন, ফার কেমিক্যাল,নাহি অ্যালুমিনিয়াম এবং আরএন স্পিনিং।
২৩/১১/২০২০ ডিসেম্বর এজিএম করবে ইন্ট্রাকো রিফুয়েলিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, সামিট এলায়েন্স পোর্ট বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডি সার্ভিসেস, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, হা-ওয়েল টেক্সটাইল, এবং ওয়ালটন হাই-টেক।
২৪/১১/২০২০ ডিসেম্বর এজিএম করবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বসুন্ধরা পেপার মিলস, বিবিএস কেবলস, বিকন ফার্মাসিউটিক্যালস, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস, বিএসআরএম স্টিলস, সিভিও পেট্রোকেমিক্যালস, ড্যাফোডিল কম্পিউটার্স, ফ্যামিলিটেক্স, গ্লোবাল হেভি কেমিক্যালস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, এইচআর টেক্সটাইল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস,কাট্টালি টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, মালেক স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক, এসিআই, এসিআই ফর্মূলেশন, এডিএন টেলিকম, এএমসিএল (প্রাণ), আনলিমা ইয়ার্ন, এপেক্স ফুডস, এপেক্স স্পিনিং, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি, ন্যাশনাল টিউবস, নিউ লাইন ক্লোথিংস,নুরানী ডাইং, অলিম্পিক এক্সেসরিজ, অলিম্পিক, ফার্মা এইডস, রহিম টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, সমরিতা হসপিটাল, সিলকো ফার্মা, সিমটেক্স, এসকে ট্রিমস, সোনালী পেপার, সোনালী আঁশ, সোনারগাঁও টেক্সটাইল, তশরিফা ইন্ডাস্ট্রিজ, ইউনিক হোটেল, উসমানিয়া গ্লাস এবং ওয়াটা কেমিক্যালের এজিএম অনুষ্ঠিত হবে।
Leave a Reply