জঙ্গি দমনের পাশাপাশি আদর্শগত দিক থেকে জঙ্গিবাদ মোকাবেলায় নতুন পদ্ধতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ৯ জঙ্গিকে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে র্যাব। আগামিকাল বাহনীটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের সঠিক পথে আনার ঘোষণা দেবেন ২ নারীসহ ৯জন।
বিশ্বে জঙ্গিবাদের বীজ বিস্তার লাভ করে গত শতকের মাঝামাঝি। সেই ঢেউ বাংলাদেশকে ছোয় নব্বইয়ের দশকে। তারপর শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই যুগ পেরিয়ে জেএমবি থেকে নব্য জেএমবি, আনসার আল ইসলাম থেকে আইএস নামে বহু ধাপে হয়েছে জঙ্গি কর্মকাণ্ড।
হলি আর্টিজানের ভয়াবহ হামলার পর রাষ্ট্রীয় ও সামাজিক হিসেব নিকেষ পাল্টে যায়। গত ৫ বছরে জঙ্গীবাদ মোকাবেলায় নিজেদের অবস্থান আরো কঠোরভাবে জানান দেয় বাংলাদেশ। তবে মনস্তাত্ত্বিকভাবে উগ্রবাদে জড়িয়ে যাওয়াদের স্বাভবিক জীবনে ফিরিয়ে আনার ব্যাপারে দৃশ্যমান প্রাতিষ্ঠানিক পদক্ষেপে এখনো চোখে পড়েনি। জঙ্গি দমনে সফল বাহিনী র্যাব নিয়েছে ৯ জনকে নতুন জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ।
অন্ধকারের যাত্রা থেকে ফিরে আসার তালিকায় রয়েছেন, দুই নারী, এক চিকিৎসক দম্পতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকরীজীবি।
যারা জঙ্গি মতাদর্শে জড়িয়ে যাবার পরও আলোর দিশায় আসছেন, সবাইকে আপন করে নেয়ার অনুরোধ জানিয়েছে এলিট ফোর্স র্যাব।
Leave a Reply