সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারের গ্রেপ্তার নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, আমি পুলিশকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। তাদের জন্য তো আর অন্য আইন প্রয়োগ হবে না। যেটা নিয়ম, সেটাই প্রয়োগ হবে। শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রন হককে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের নামে হুলিয়া ছিল। পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল। আমি বলেছি, তাদের নামে তো গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাই পুলিশকে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।
ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন জানিয়েছেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় রন হক সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি
Leave a Reply