নড়াইল সদর উপজেলার মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক শাহান শাহ সরদার (৪২) নিজ ছাত্রীকে বিয়ে করে তার আটমাসের গর্ভবতী স্ত্রী ফারজানা শাহান পলি-কে মেরে গুরুতর আহত করেছেন। গতরাতে স্বামীর দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার প্রতিবাদ করায় গর্ভবতী প্রথম স্ত্রীর পেটে উপর্যুপরি লাথি মেরে মারাত্মক আহত করেন পাষন্ড স্কুলশিক্ষক শাহান শাহ সরদার।
জানা যায়, স্কুলশিক্ষক শাহান শাহ এক স্ত্রী ও তিন কন্যা ঘরে রেখে কিছুদিন পূর্বে নিজের এক ছাত্রীকে বিবাহ করেন। গতরাতে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলার সময় প্রথম স্ত্রী ও কন্যাদের বাড়ি হতে বেরিয়ে যেতে বলেন। প্রথম স্ত্রী এর প্রতিবাদ করলে তাকে নির্মমভাবে মারধর করেন স্কুলশিক্ষক শাহান শাহ। দশম শ্রেণীপড়ুয়া ছোট মেয়ে বাঁধা দিতে আসলে তাকেও মেরে আহত করা হয়।
তারপর, ভূক্তভোগী মহিলার দুইমেয়ে মরিয়ম ও লাজুক গর্ভবতী মাকে নিয়ে নড়াইল সদর হাসপাতালে আনলে হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। এরপর এ্যাম্বুলেন্সে করে গভীর রাতে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত দু’জনই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে স্কুলশিক্ষকের এমন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে সামাজিক মাধ্যমে চলছে নিন্দার ঝড়। নড়াইল কেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপে জানানো হচ্ছে প্রতিবাদ।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে সদর থানায় এখনও কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply