1. admin@prothombela.com : দৈনিক প্রথমবেলা : দৈনিক প্রথমবেলা
  2. alhajshahalam99@gmail.com : দৈনিক প্রথমবেলা সত্যে অবিচল দৈনিক : দৈনিক প্রথমবেলা সত্যে অবিচল দৈনিক

আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে খুঁজে বের করা হবে:স্বরাষ্ট্র মন্ত্রী

  • আপডেট টাইম: বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৫৫ বার দেখা হয়েছে

প্রথম বেলা ডেস্ক: আলোচিত নিখোঁজ তরুণ ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অবশ্যই তার নিখোঁজ হওয়ার রহস্য উদঘাটন করা হবে।

আনসার ও ভি‌ডি‌পি একা‌ডেমী গাজীপু‌রের স‌ফিপু‌রে নবনিযুক্ত ব‌্যাটা‌লিয়ান আনসার পুরুষ এর মৌ‌লিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াে‌জে শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নে  প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনান নিখোঁজের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে রয়েছে। তাঁর নিখোঁজের রহস্য উদঘাটন করা হবে। তিনি বলেন, ‘ত্ব-হা কোথায় কী অবস্থায় আছেন, তাঁর রহস্য উদঘাটন করা হবে।

তিনি আরও ব‌লে‌ন , রিসোর্ট বা বার হউক, আইন ভঙ্গকারী‌দের বিরু‌দ্ধে  আইন শৃঙ্খলা বা‌হিনী যথাযথ ব্যবস্থা নি‌বে ব‌লে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের নিরাপত্তা বিভা‌গের স‌চিব সি‌নিয়র স‌চিব মোস্তফা কামাল উদ্দীন , আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহনীর মহাপ‌রিচালক মেজর জেনা‌রেল মিজানুর রহমান শামীমসহ বা‌হিনীর অ‌তি‌রিক্ত মহাপ‌রিচালক , কমা‌ন্ডেট, উপ-প‌রিচালক,  সদর দপ্তর ও একা‌ডেমীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপ‌স্থিত ছি‌লেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
প্রকাশক কর্তৃক স্যানমিক প্রিন্টিং এন্ড প্যাকেজেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। সর্বসত্ত্ব সংরক্ষিত © ২০২১ প্রথমবেলা
Site Customized By Rahatit.Com