1. admin@prothombela.com : দৈনিক প্রথমবেলা : দৈনিক প্রথমবেলা
  2. alhajshahalam99@gmail.com : দৈনিক প্রথমবেলা সত্যে অবিচল দৈনিক : দৈনিক প্রথমবেলা সত্যে অবিচল দৈনিক

মডেল অনন্যা খন্দকার

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮৫ বার দেখা হয়েছে

বিডি অনুসন্ধানঃ ছোট সময় থেকে  অভিনয়ের প্রতি ঝোক অনন্যার।   ময়মনসিংহের   মুক্তাগাছার   সম্ভ্রম্ব  এক  মুসলিম  পরিবারে জন্ম গ্রহন করেন ।  স্কুলে জীবনে বিভিন্ন অনুষ্ঠানে নাচ,গান, নাটক করে অনেক পুরুস্কার পেয়েছেন তার বাবা সরকারী চাকুরী জীবি ২ ভাই ১ বোনের মধ্যে অনন্যা মেঝ ।   বিটিবির প্রকৌশলী ছিলেন তার চাচা, তার চাচার মাধ্যমে ২০০১ সালে বি,টি,ভির একটি নৃত্য অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ পায় বেশ কিছু নাটিকাও করেছেন ।

তার বাবা  বদলি হয়ে যাওয়ার পর ৭/৮ বৎসর নাচ,গান,অভিনয় থেকে দূরে সরে যায় কিন্তুু তার সপ্ন মনের মাঝে রয়েই যায়।

মিডিয়ার প্রতি প্রচন্ড ঝোক অনন্যার  তার স্বপ্ন ভাল একজন অভিনেত্রী হওয়া।   ২০১১ সালে ঢাকায় ফিরে পুনঃরায় মডেলিং,নাটক করা শুরু করে । এর মধ্যে বেশ কিছু নাটক করে সুনাম অর্জন করেছে ।

এখন অনেকটাই ব্যস্ততার মধ্যে সময় পার করছেন এই অভিনেত্রী , ইতি মধ্যে স্যাটেলাইট   চ্যানেলের পাশা পাশি ইউটিউবে নাটক  করে দর্শকদের মন জয় করেছেন ।

বিডি অনুসন্ধান কে অনন্যা জানায় ছোট সময় থেকে আমার স্বপ্ন ভাল এক জন শিল্পী হব।   আমি সকলের দোয়া চাই সহযোগীতা চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
প্রকাশক কর্তৃক স্যানমিক প্রিন্টিং এন্ড প্যাকেজেস, ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। সর্বসত্ত্ব সংরক্ষিত © ২০২১ প্রথমবেলা
Site Customized By Rahatit.Com