সরকারি দামে আলু মিলছে না
শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, শেওড়াপাড়া, মিরপুর বড়বাগ, পীরেরবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৪২ টাকা থেকে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকার কারওয়ানবাজারের পাইকারি বিক্রেতারা একপাল্লা (পাঁচ কেজি) আলু বিক্রি করছেন ২২০ টাকা। অর্থাৎ প্রতি কেজির দাম ৪৪ টাকা পড়ে।
পাড়া-মহল্লার দোকানে খুচড়ায় এই আলু বিক্রি হচ্ছে ৪৬ টাকা থেকে ৪৮ টাকায়।
কারওয়ানবাজারের পাইকার দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার দাম কমাতে চাপ দিলেও বাস্তবে বেপারিরা দাম কমাচ্ছে না বা কমাতে পারছেন না।
“বেচাকেনায়ও স্থবিরতা নেমে এসেছে। গত দুই দিনে কারওয়ান বাজারে নতুন করে কোনো আলু ঢুকেনি। স্টকের মালও বিক্রি হয়নি।”
তবে রাজশাহী অঞ্চল থেকে ঢাকায় আলুর সরবরাহকারী হাজি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার আলুর মজুদ খুবই কম। বাজারে চাহিদা বেশি থাকায় মহাজনরা দাম বাড়িয়েছেন।
“গত কয়েক বছরে অনেকেই আলুর ব্যবসা করতে গিয়ে দেউলিয়া হয়েছিলেন। তারা এবার ৪০ টাকার নিচে আলু ছাড়তে চাচ্ছেন না।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের সব জায়গায় আলুর দাম কমতে আরও কিছুদিন সময় লাগবে।
“কারণ ইতোমধ্যে গুদাম থেকে বেশ চড়া দামে কিছু আলু বাজারে এর মধ্যে এসে গেছে। কয়েকদিনের মধ্যে খুচরা বাজারে এর প্রভাব পড়বে।”
শুক্রবারও রাজধানীর কয়েকটি আড়তে অভিযান চালাতে গেলে ব্যবসায়ীরা ৩০ টাকা কেজিতে আলু বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন বলে তিনি দাবি করেন।
Prev Post
Next Post
Recover your password.
A password will be e-mailed to you.
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.