নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভার আয়োজন করেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ
আব্দুল আহাদঃ
মহানগর উত্তর ছাত্রলীগের, আয়োজনে নৌকা পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানকে ঢাকা – ১৮ আসনে বিজয়ী করার লক্ষ্যে
উত্তরা-১৪ নম্বর সেক্টর এ আহালিয়া মাঠে নির্বাচন প্রস্তুতি ও মতবিনিময় সভা আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সভাপতি-ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান, সভাপতি-মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মির্জা আজম- এম,পি ও সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা -১৮ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আল নাহিয়ান খান জয় সভাপতি-বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এবং লেখক ভট্টাচার্য ,সাধারণ সম্পাদক-বাংলাদেশ ছাত্রলীগ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইদুর রহমান হৃদয়, সাধারণ সম্পাদক-ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের, সভাপতি-মন্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ঢাকা -১৮ আসনের উপ-নির্বাচনে উত্তর ছাত্রলীগের সকল পর্যায়ে নেতাকর্মীদের সংঘবদ্ধ ভাবে দায়িত্ব পালন করতে হবে। ভোটের জন্য মানুষের কাছে কাছে যেতে হবে দলের প্রার্থীকে বিজয়ী করতে নৌকার প্রতীকে নিয়ে কাজ করতে হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.