শীতের সকালে খালে টানা একশবার ডুব, ৫০০ টাকার বাজিতে প্রাণ গেল কৃষকের

তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

জেলা প্রতিনিধি, ঝালকাঠি।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকার বাজি ধরে খালে টানা একশবার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবুল মোল্লা রাজাপুর উপজেলার বড়ইয়া মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা এবং আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে এক বস্তা চাল মাথায় করে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে দীর্ঘ সময় পরিশ্রম করায় তার শরীর অতিরিক্ত গরম হয়ে যায়। এ সময় বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বিনিময়ে খালে নেমে টানা একশবার ডুব দেওয়ার বাজি ধরেন তিনি।

এরপর বাবুল মোল্লা খালি গায়ে খালে নেমে একটানা একশবার ডুব দেন। এ সময় খালের দুই পাড়ে থাকা লোকজনকে ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি। নির্ধারিত ডুব শেষ করে খাল থেকে উঠে পাড়ের রাস্তায় আসতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি গুরুতর দেখে স্বজনরা তাকে কম্বল দিয়ে পেঁচিয়ে আগুনের তাপ দেন এবং তেল গরম করে শরীরে মালিশ করেন। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম দৈনিক প্রথম বেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button